বাঁশখালীতে হাতির হামলায় নিহত এক

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম লটমনি এলাকায় হাতির হামলায় রতন দে (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত রতন দে বানীগ্রামের সুকুমার দের পুত্র।
জানা যায়, রতন সকালে পাহাড়ে গেলে সেখানে হাতির হামলার শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করে। এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে হাতির হামলায় নিহতের পরিবারকে ২০ হাজার নগদ টাকাসহ সহায়তা প্রদান করেন। পরবর্তীতে বনবিভাগ ও সরকারের পক্ষ থেকে ক্ষতিপুরণ বাবদ আরো তিন লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে শিশু অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাসোহারায় পাচার হচ্ছে ফরেস্ট রিজার্ভের গাছ