চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৫-৬ বছর বয়সী একটি হাতির শাবককে মেরে মাটির নিচে পুঁতে ফেলার খবর পাওয়া গেছে।
প্রায় এক সপ্তাহ আগে হাতিটিকে হত্যার পর মাটিতে পুঁতে ফেলা হয় বলে ধারণা করছে স্থানীয়রা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বশিরা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মুরিদুল আলম বলেন, পূর্ব পাহাড়ি এলাকায় কে বা কারা একটি হাতির শাবককে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে হাতির শাবকটিকে মারা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা।
চট্টগ্রাম বন বিভাগ (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) বাঁশখালির জলধি রেঞ্জের রেঞ্জ অফিসার শেখ আনিসুজ্জামান বলেন, স্থানীয়রা খবর দিলে মঙ্গলবার (৬ মে) ভেটেরিনারি চিকিৎসক টিম হাতির শাবকটির ময়নাতদন্ত করে। হাতিটির বয়স ৬-৬ বছর হতে পারে। ময়নাতদন্তদের প্রতিবেদন পেলে পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।