বাঁশখালীতে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি পাহাড়ে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে নিহতের লাশ পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় জনগণ। নিহত আবু ছিদ্দিক বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পুইছড়ি বশিরাবারি উম্মুল কোরআন মাদরাসা এলাকার মৃত আবদু জব্বারের ছেলে । তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্থানীয় সমাজকর্মী শামিম জানান, বৃহস্পতিবার সে পাহাড়ি এলাকায় কাজ করতে যায়। পুঁইছড়ি পাহাড়ি এলাকায় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন । রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়। শুক্রবার সকালে স্থানীয় জনগণ খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, নিহত আবু ছিদ্দিক প্রায় সময় বনবিভাগের বাগান পরিস্কার ও নানা কাজে পাহাড়ে যেতেন। এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, আবু ছিদ্দিক নামে এক ব্যক্তি বৃহস্পতিবার পাহাড়ে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক শুধু যুক্তি-তর্ক নয়, এটি চিন্তাভাবনার বিকাশ ঘটায়
পরবর্তী নিবন্ধফুলতলা প্রিমিয়ার লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন