বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ির চেচুরিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় মো. তাসনিমুল হাসান তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি শিক্ষক আবু শামা মোহাম্মদ ইউসুফ সিকদারের পুত্র। তাঁর বাড়ি গন্ডামারায়। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। ২ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তানভীর। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বৈলছড়ির চেচুরিয়ার ভোলার ঘাটার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা মো. তাসনিমুল হাসান তানভীর সিকদার উপজেলা সদরের আস্করিয়া থেকে মোটরসাইকেল নিয়ে গুণাগরি যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা সিএনজি অটোরিঙার সাথে তাঁর মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের পাশে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেঙে আনার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর নামাজে জানাজা গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মাঠে এবং সন্ধ্যায় পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদারের নতুন বাড়ির পাশের মাঠে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম.বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের গভীর শোকপ্রকাশ করেছেন। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন , সড়ক দুঘর্টনায় নিহত ছাত্রলীগ নেতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। সিএনজি অটোরিঙাটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী ও দক্ষিণ বাকলিয়ায় ককটেল বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধনগরীতে তিন স্তরের নিরাপত্তা