আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাঁশখালীর সরলের পাইরাং এবং পৌরসভার দক্ষিণ জলদী মনছুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
আহতেরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করলেও সড়কে দুঘর্টনা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় লাইসেন্সবিহীন চালকদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে অধিবাসীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে বাঁশখালীর প্রধান সড়কের সরলের পাইরাং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুঘর্টনায় ১০ বছর বয়সী এক শিশু সহ দুই যাত্রী আহত হয়ে চিকিৎসা গ্রহণ করে।
অপর দিকে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় পৌরসভার দক্ষিণ জলদী মনছুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুঘর্টনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল সিকদার(৪৯) সহ কমপক্ষে ৩ জন আহত হন।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর দুঘর্টনার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান।