বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) ওই ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় মুবিনসহ ৬ জনের নাম উল্লেখ করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় আমার মেয়ে স্কুলের এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়তেন। আসা যাওয়ার পথে প্রতিনিয়ত শীলকুপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুবিন আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ ঘটনা আমি অবগত হওয়ার পর মেয়েকে বেশ কয়েকদিন প্রাইভেট পড়া থেকে বিরত রাখি। স্থানীয় জনগণের মাধ্যমে এ বিষয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। এরই জের ধরে গত শনিবার (২৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আমার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী টিউবওয়েল হতে পানি আনার জন্য বের হলে মুবিন গংয়ের সহযোগিতায় আমার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। তাকে অনেক জায়গায় খোঁজ করে না পাওয়ায় আমি বাঁশখালী আদালতে মুবিনসহ তার অপর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলার খবর পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে ৩৬৪/৩৪ দ:বি: অনুসারে মামলা দায়ের করেছে ছাত্রীর মা। আদালত মামলাটি সিআইডিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।