বাঁশখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে অবহিতকরণ সভা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আরইএলআই প্রকল্পের অবহিতকরণ সভা গত বৃহস্পতিবার বাঁশখালী অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিযান, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়নের সচিব পংকজ দত্তসহ বিভিন্ন সরকারি, বেসরকারি বিভাগের কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নাসিবের ভূমিকা গুরুত্বপূর্ণ : ভারপ্রাপ্ত মেয়র
পরবর্তী নিবন্ধঅনন্যা আবাসিক এলাকায় পরিত্যক্ত দোকানে অগ্নিকাণ্ড