বাঁশখালীতে সেনাবাহিনীর ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা সারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। গতকাল বুধবার দুপুরে তিনি বাঁশখালীর নাপোড়া শেখেরখীল সর্বজনীন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত জোরদার নজরদারি ও টহল কার্যক্রম বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। তিনি এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সকলের সাথে আলোচনা করেন।
সবশেষে মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও পুরোহিতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইউনিট অধিনায়ক, অফিসারবর্গ, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রমুখ।