বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাঁশখালী উপজেলার উদ্যোগে ইউনিট টিম লিডারদের মধ্যে মেগাফোন, টর্চ লাইট, সংকেত পতাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এ সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক ও বাঁশখালীর দায়িত্বরত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়া, সিপিপি অফিসে দায়িত্বরত মিটু কুমার দাশসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিট টিম লিডাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাঁশখালীতে ১০টি ইউনিয়নের ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।