বাঁশখালীতে সিপিপি ইউনিট টিম লিডারদের কর্মশালা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সিপিপির সহকারি পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

সিপিপির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিপির উপজেলা টিম লিডার মো. ছগীর, মো. হারুন, সহযোগিতায় মিঠু কুমার দাশ প্রমুখ। উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০জন স্বেচ্ছাসেবক রয়েছে। যারা যে কোন দুর্যোগে সাধারণ জনগণের পাশে থেকে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব শুরু
পরবর্তী নিবন্ধইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পাচ্ছেন অভিনেতা পলাশ ও দূর্বার তারুণ্যের আবিদ