বাঁশখালীতে সিএনজির ধা’ক্কায় বাস হেলপারের মৃ’ত্যু

আজাদী অনলাইন | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মনির আহমদ (৫৬) নামের এক হেলপারের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মনির আহমদ উপজেলার পৌরসভাস্থ ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়ার মৃত কবির আহমদের পুত্র। তিনি বাঁশখালী স্পেশাল সার্ভিসের হেলপার।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাঁশখালী প্রধান সড়কের দারোগাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা নুর মোহাম্মদ জানান, ‘আমার চাচা আজ সকালে দারোগাবাজার এলাকায় প্রধান সড়কের পাশে স্পেশাল বাস সার্ভিস রেখে প্রধান সড়ক পার হতে যাচ্ছেন। এ সময় বেপরোয়া গতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চমেকে নিয়ে যাওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কায়কোবাদ বলেন, ‘বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মনির আহমদ চমেকে মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধিন বলে জানান তিনি।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লেবু নিয়ে কারসাজি, ভোক্তা অধিকারের অভিযান
পরবর্তী নিবন্ধচিরকুট লিখে চট্টগ্রামে আওয়ালীগ নেতার আ’ত্মহ’ত্যা