বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ জাফরুল ইসলাম চৌধুরীর পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তরুণ দল নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি মো: জয়নাল আবেদীন, সহ সভাপতি মো: তৈহিদুল আলম, বোরহান উদ্দিন, মনির আহমদ শাহরিয়ার আবরার, ডা. এরফানুল হক, সাধারণ সম্পাদক তাহের সিকদার ও দপ্তর সম্পাদক হৃদয় হাসান জিসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।