বাঁশখালীতে সাত হাজার ইয়াবা সহ গ্রেফতার ৪

পুলিশের বিশেষ অভিযান

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৩৮ অপরাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এবং সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানার এসআই (নি.) আহসান হাবীব সঙ্গীয় ফোর্স সহ আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ঢাকার গকুল নগর পাথালিয়া থানা আশুলিয়া এলাকার মো. শওকত আলীর পুত্র আক্কাস আলী (৪১) এবং টেকনাফের নীলা জাদিমুড়ার নুরুল আলমের পুত্র নুরুল ইসলাম নাহিদকে(২১) গ্রেফতার করা হয়।

একই দিনে একই স্থানে অপর অভিযানে দুই হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়ার মৃত আলী হোসেনের মো. আ. শুক্কুর (৫৫), ছোট মহেশখালীর উওর কুলের মো. রুবেলের স্ত্রী মোসা. মুন্নি আক্তারকে(২৩) গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে পৃথক পৃথক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪৮ হাজার টিকার চাহিদা চবির
পরবর্তী নিবন্ধসেই আইনজীবীকে শোকজ