বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ১৭ আসামিকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে ও আজ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।
আটককৃত আসামিরা হলো পুঁইছড়ি এলাকার মৃত হাব্বান আলীর পুত্র আহমদ কবির, গণ্ডামারা এলাকার মৃত ভেট্টা মিয়ার পুত্র মো. ইলিয়াছ, মৃত আব্দুর রশিদের পুত্র রফিক উদ্দীন, মিনজিরিতলা এলাকার আব্দুস সাত্তারের পুত্র ছাবের আহমদ, আব্দুস সাত্তারের পুত্র রশিদ আহমদ ও চাম্বল এলাকার জাহেদ আহমদের পুত্র মো. হারুণ, ছনুয়া এলাকার আবু জাফরের পুত্র আব্দুল হালিম, আব্দুস ছবুরের পুত্র আবু জাফর, আব্দুল খালেকের পুত্র সাইফুল করিম, শেখেরখীল এলাকার কামাল আহমদের পুত্র আতাউর রহমান মানিক, নুর মোহাম্মদের পুত্র মো. হারুণ, নজির আহমদের পুত্র মোঃ কাউছার, চাম্বলের মোকতার আহমদের পুত্র বাদশা মিয়া ও ইলিয়াছ, গন্ডামারা এলাকার মো. নবীর পুত্র জাহাঙ্গীর আলম, বৈলছড়ি এলাকার ফরিদ আহমদের পুত্র মো. ইউসুফ, সরলের লালু চন্দ্র দের পুত্র অমল কান্তি দে।
অপরদিকে, ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের আব্দুস ছবুরের পুত্র ডা. মো. ছগিরকে একটি পারিবারিক বিষয়ে আটক করা হলেও পরে ডা. ছগির আদালত থেকে জামিনে মুক্ত হয় বলে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।












