বাঁশখালীতে বাঁশের সাঁকো পার হয়ে মাদ্রাসায় যাওয়ার সময় ডোবায় ডুবে ১ শিশুর মৃত্যু ও ১ জনকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাঁশখালীর পুইছড়ি এবং বৈলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে চকরিয়ায় ডুবে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পুইছড়ি তালিমুল কোরআন ও নুরানি মাদরাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী শাহাদাত মিয়া (৮) বাঁশের সাঁকো থেকে নিচে ডোবায় পড়ে যায়। সাথে থাকা অপর শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু শাহাদাত পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুরের ছেলে।
অন্যদিকে বৈলছড়ি আরিফুল চৌধুরীর ছেলে মো. আয়ান (১৭ মাস) গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে মুমূর্ষু অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্ক্ষাজনক বলে জানান বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আমাদের চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামে খালে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ রাশেদ (২০)। সে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের আবদুন নবীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে সে খালে পড়ে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।