পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পণ্য মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলার প্রশাসন।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২ মুদির দোকানি, ২ জন সবজি ব্যবসায়ী, ১ জন কাপড় ব্যবসায়ীসহ ৫ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই দিনে পৃথক অভিযান পরিচালনা করে (রিজার্ভ ফরেস্ট) বনের গাছ চুরি বিক্রি ও চোরাইকৃত গাছ গুলো সমিলে চিরানোর দায়ে এক সমিল মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন জানান, জনস্বার্থে এই অভিযান ধারাবাহিক ভাবে পরিচালনা অব্যাহত থাকবে। আজকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা উল্লেখিত সমিল ও ব্যবসায়ীদেরকে অর্থদন্ড প্রদান করা হয় এবং অন্তত আরও শতাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।