বাঁশখালীতে শ্রমিকের আত্মহত্যা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়ায় সুমন দে (৩৫) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক দৈন্যতার কারণে বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলে আত্মহত্যা করেন সুমন দে। তিনি একটি চায়ের দোকানে কাজ করতেন। সুমন দে ওই এলাকার বিমল দের পুত্র এবং ২ সন্তানের জনক।
বাঁশখালী থানার ওসি মো. সফিউল কবীর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে চালু হলো শিশু পার্ক
পরবর্তী নিবন্ধরামুতে যুবকের আত্মহত্যা