বাঁশখালীর পুকুরিয়া দক্ষিণ পাড়া ইয়ং জেনারেশন আয়োজিত শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে নাহিদ ফুটবল একাডেমি ১-০ গোলে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ফ্রেন্ড জোন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং পুকুরিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুচ সবুর। প্রধান অতিথি ছিলেন পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার নুরুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম, ফরিদ আহমেদ, ফারুকউজ্জামান, জামাল হোসাইন, মো. জয়নাল, মো. ইউনুছ, মোহাম্মদ আলী, মো. ওসমান, খায়রুল বাশার, কফিলউদ্দিন, গিয়াস উদ্দিন, মাহফুজুল হক, গিয়াস উদ্দিন, রবিউল ইমতিয়াজ উদ্দিন ছাইয়েদ প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।