বাঁশখালীতে শিশু নিখোঁজের ৩৫ ঘন্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ বছর বয়সের বাক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

প্রতিবন্ধী ওই শিশুর নাম জায়েদ চৌধুরী জায়ান (৭)। গতকাল ৩১ ডিসেম্বর এশারের নামাজের পর তার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের ৩৫ ঘন্টা পর তার মরদেহ পাওয়া গেল পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়া পুকুর থেকে। শিশু জায়েদ চৌধুরী পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়া এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে দেখতে পান শিশুটির মরদেহ ভাসছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ল শিশুটির স্বজনরা এসে তাদের সন্তানকে সনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মান্নান চৌধুরী। মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
পরবর্তী নিবন্ধসিএনজিতে বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার চট্টগ্রামের গৃহবধূ