বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক(৫৫)কে আটক করেছে র্যাব-৭।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক চাম্বল সিন্ধিপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে র্যাব-৭ এর পক্ষ থেকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিন্ধিপাড়া এলাকায় ১১ বছরের একটি শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ঐ শিশুটির মা।
ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে ঐ মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে বলে জানান র্যাব-এর সহকারী পুলিশ অফিসার(মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
এদিকে ঘটনার পর মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হকের সমর্থক একটি গ্রুপ ঘটনাটি ব্যক্তি শত্রুতার কারণে অপপ্রচার হিসাবে চালালেও র্যাব-এর হাতে আটক হওয়ার পর শিক্ষক মোজাম্মেল হক ঘটনা শিকার করে বলে জানায় র্যাব।