বাঁশখালীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। আলোচনায় অংশ নেনপ্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সনজিত কুমার বড়ুয়া, একেএম মঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও সংগীত শিল্পী সুকুমার মল্লিকের নেতৃত্বে সংগীত পরিবেশন করেন।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকে মুখরিত সাজেক উপত্যকা
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে মঞ্চস্থ’ হলো রাজা সাহিত্য কারখানা