বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, আহত ৪

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লব‡ছহ মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য আনা হয়।

আহতরা হলেন- আব্দু রহিম (৪০), মহিব্বুল্লাহ (৫০), আলি হোছেন (২৫) ও জাফর আহমদ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণের মাঠ নিয়ে উত্তর সরল নতুন বাজার এলাকায় কবির গ্রুপ ও মালেক গ্রুপের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরেই আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এখনো স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। পুরো এলাকাতেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লবণের মাঠ নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকে বিরোধ আছে। সেটা নিয়ে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন।’

পূর্ববর্তী নিবন্ধডিবি পুলিশের অভিযানে কর্ণফুলীতে এলজি-কার্তুজসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান