বাঁশখালীতে র্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)-এর বিশেষ অভিযানে বাঁশখালীর কাথরিয়ার মৃত রফিক আহমদের পুত্র কথিত সাংবাদিক আজগর আলী মানিক ও পুলিশের অভিযানে গণ্ডামারা ইউনিয়নের কবির আহমদের পুত্র নাছির উদ্দিন গ্রেফতার হয়েছে।
জানা যায়, সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি, বার্তা টিভি সহ কয়েকটি চ্যানেলের মালিক সাংবাদিক আজগর আলী মানিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন মামলার প্রেক্ষিতে র্যাব তাকে আটক করে আজ মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় হস্তান্তর করে।
অপরদিকে, পুলিশের অভিযানে গণ্ডামারা ইউনিয়নের কবির আহমদের পুত্র নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।