বাঁশখালীতে র‌্যাবের ওপর হামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে র‌্যাবের উপর হামলায় জড়িত লোকমান হাকিম (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকালে লোকমান হাকিমকে বাঁশখালী থানায় সোপর্দ করে র‌্যাব। এর আগে র‌্যাবের পক্ষ থেকে বাঁশখালী থানায় দুটি মামলা করা হয়। গ্রেপ্তার লোকমান হাকিম গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মো. আলমগীরের ছেলে। র‌্যাবের কাছে খবর ছিল, লোকমান হাকিমের পিতা মো. আলমগীর একজন অস্ত্র ব্যবসায়ী। র‌্যাব অস্ত্র ক্রেতা সেজে পশ্চিম বড়ঘোনা আলমগীরের বাড়িতে অবস্থান নেয়। এসময় র‌্যাবের পরিচয় জানতে পেরে তাদের উপর হামলা চালায় আলমগীরের পরিবারের সদস্যরা। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। এ ঘটনায় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে আলমগীরের ছেলে লোকমান হাকিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। অভিযানে একটি থ্রি কোয়ার্টার এলজি, এক রাউন্ড গুলি, একটি ধারালো চাকু ও একটি দা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, বাঁশখালীতে অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সফিউল কবীর দৈনিক আজাদীকে বলেন, ‘র‌্যাবের পক্ষে দুইটি মামলা করা হয়েছে। একটি অস্ত্র উদ্ধার, অন্যটিতে সরকারি কাজে বাধাদানের অভিযোগ রয়েছে।’ র‌্যাবের উপর হামলার ঘটনা কী না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযানে আসামিদের হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধকালভার্টে ধস, ঝুঁকির সাঁকোয় পারাপার
পরবর্তী নিবন্ধতিন ইয়াবা কারবারি গ্রেপ্তার