বাঁশখালীতে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে ১লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ১৬ জানুয়ারি দিবাগত-রাতে উপজেলার চাম্বল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী জানান, গোপনে সংবাদ পেয়ে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে আলী নেওয়াজ চৌধুরী নামের এক মাটি খোকোকে ৫০,০০০ হাজার টাকা ও একই অপরাধে রেজাউল আজীম নামের আরেকজনকে ৮০,০০০ হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।











