বাঁশখালীতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ইয়াকুব নবী (৭৬) ও মনিরুল ইসলাম মিয়া (২৫) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড তোতকখালী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য জুনাইদুল করিমের সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা সদ্য জেল থেকে আসা সাইফুল করিম বাবুল ও ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মিজানুল করিমদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
সম্প্রতি সাইফুল করিম বাবুল গ্রেপ্তার হন এবং জামিন পান। আওয়ামী লীগ নেতা সাইফুল করিমের গ্রেপ্তারে বিএনপি নেতা জুনাইদুল করিমের ও তার পরিবারের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এরই জের ধরে শনিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত সাইফুল করিম ও ছাত্রলীগ নেতা মিজানুল করিমের নেতৃত্বে বিএনপি সমর্থিত জুনাইদুল করিমের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
এ সময় বাঁধা দিতে গেলে জুনাইদের পিতা মৃত ইমাম শরীফের ছেলে ইয়াকুব নবী (৭৬), জিয়া মঞ্চের বাঁশখালী উপজেলা যুগ্ম আহবায়ক সুফি আলমের ছেলে মনিরুল ইসলাম মিয়া (২৫), ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াকুব নবীর ছেলে জুনাইদুল করিম (৩৮) ও বাহার উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার (৪০) আহত হয়।
আহতদের মধ্যে ইয়াকুব নবী ও মনিরুল ইসলাম মিয়াকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা রাজনৈতিক বিরোধ থেকে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা।