চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাঁশখালী পৌরসভার বিভিন্ন মার্কেট, টাইম বাজার, চাম্বল বাজার, বাংলাবাজার, হাব্বানীয়া বাজার, সকাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত অতিরিক্ত আলোকসজ্জা ও সরকারি আদেশ অমান্য করায় গত দুই দিনে ২১টি মামলায় ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকাল বাজারে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকাল বাজার কমিটির নের্তৃবৃন্দ, স্থানীয় মেম্বার, সাংবাদিকসহ দোকানদার, ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে বিদ্যুত সাশ্রয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে রাতের অন্ধকারে রংমিশ্রিত করার সময় প্রায় ১০০ কেজি মাছ জব্দ করে মাটি চাপা দেওয়া হয়।
পৃথক পৃথক ভাবে মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী ও সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টাইম বাজার, চাম্বল বাজার, সকাল বাজার হাব্বানীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় রাতের অন্ধকারে ক্ষতিকর রং ও ফরমালিন মিশ্রিত প্রায় ১০০ কেজি মাছ জব্দ করে মাটি চাপা দেওয়া হয়। এই সময় অসাধু মাছ ব্যবসায়ী মো. বাদশা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । এ সময় পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা সহ অন্যান্যরা সাথে ছিলেন।