বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এক মতবিনিময় সভা গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম, জাহেদুল হক মার্শাল। পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কারণ ও মাহামুদুল ইসলামের সঞ্চানলায় এ সময় আলোচনায় অংশ নেন কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিন, বাঁশখালী পৌর মেয়র এডভোকেট এস.এম. তোফাইল বিন হোছাইন, জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, গাজী আনোয়ার হোসেন, ফরিদুল আলম, আরিফুর রহমান, ওসমান গণি, নুর হোছাইন, সিরাজউদ্দৌল্লা, মিজান সিকদার, আবু রাশেদ মুনির, আরফাত চৌধুরী, ইমরুল হক চোধুরী ফাহিম, আমির মিয়া, আবুল কালাম চৌধুরী, মো. ওসমান, আতাউল্লাহ, মনজুরুল আলম, ফিরোজ শাহী, ডা. মো. আমিন, দেবী রুদ্র, মাওলানা গোফরান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার মানে উন্নয়ন ও জনগণের সরকার। এ সরকার দেশ ও জনগণের স্বার্থে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশের ইতিহাসে অবিস্বরনীয় দিন হয়ে থাকবে ২৮ অক্টোবর। এদিন বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে। এদিনে আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান বক্তারা।