বাঁশখালীতে যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় কালিপুর ইউনিয়নের প্রধান সড়ক ডলমপীর মাদ্রাসার গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুনাগরী চৌমুহুনী চত্বরে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, কালিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেদার উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি শামসুল ইসলাম, মো. আব্দুস ছবুর, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ মফিজুর রহমান, ফাহিম, মো. মিশকাত, জাহেদ প্রমুখ।
সমাবেশে মিজান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।