বাঁশখালী উপজেলার চাম্বলে নিজ বাড়ি থেকে মফিজ উদ্দীন (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ চাম্বল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মফিজ ওই এলাকার মো. হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মফিজ উদ্দীনের সাথে মহিমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানা কারণে ঝগড়া–বিবাদ হতো। সোমবার দুপুরে মফিজ উদ্দীনকে ভাত খেতে ডাকতে গেলে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগা অবস্থায় বাড়ির মাঁচায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তা দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চাম্বলের মফিজ উদ্দীন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– স্বামী–স্ত্রীর মধ্যে বিবাদের জেরে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উৎঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।