বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা জরিমানা দণ্ডপ্রাপ্ত আসামি মো. কালু প্রকাশ কালাইয়া এবং ৮ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জসীম (২৮) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, থানা পুলিশের এ.এস.আই আবদুল খালেক মো. মকছুদ সঙ্গীয় ফোর্সসহ পূর্ব চাম্বল এলাকার আবুল হোছনের পুত্র মো. কালু প্রকাশ কালাইয়া কে গ্রেপ্তার করে সোমবার রাতে। তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার জরিমানা রয়েছে।

অপর অভিযানে মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে কঙবাজার জেলার টেকনাফের চরপাড়া, জালিয়াপালং এলাকার মমতাজ বেগম ও ছৈয়দ আহমদের পুত্র জসীম উদ্দিনকে (২৮) ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হবে থানা সুত্রে জানা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে চাম্বল থেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত মো. কালু প্রকাশ কালাইয়াকে এবং ৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের ছৈয়দ আহমদের পুত্র জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এম এ মোতালেবের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের কর্মী সভা