চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গুনাগরী বাজার এলাকায় গুনাগরি সাহেব মিয়া সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত হেলথ কেয়ার সেন্টারে ডা. এম শামসুল আলম নামীয় ব্যক্তির চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।
শামসুল আলম দীর্ঘদিন ধরে দাঁতের রুট ক্যানালসহ জটিল সার্জারির পাশাপাশি মা ও শিশু রোগের চিকিৎসাও দিয়ে আসছিলেন।
অভিযানের সময় তিনি স্বীকার করেন যে, তার এমবিবিএস বা বিডিএস কোনো ডিগ্রি নেই। কয়েক বছর একজন ডেন্টিস্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নিজেই চেম্বার চালাচ্ছিলেন।
দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট তাকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে আর চিকিৎসা কার্যক্রম চালাবেন না এ মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়। এসময় তিনি নিজেই তার সাইনবোর্ড অপসারণ করেন।