বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাম্বল বাজারে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিনের নেতৃত্বে চাম্বল বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অসঙ্গতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে ২ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন উপজেলা আনসার ভিডিপি সদস্যদের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টাকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে প্রতিদিনই কোনো না কোনো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে চাম্বল বাজার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। নিত্যপণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য ক্রয়-বিক্রয়ে ক্ষেত্রে কেউ যেনো অসাধু উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদেরকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।