বাঁশখালীতে মোজাহেরের দাফন সম্পন্ন, মামলা হয়নি

প্রতিপক্ষের হাতে খুন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হওয়া মোজাহের আলীর (৫৭) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাত প্রায় ৯টার পর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ ঘটনায় শুক্রবার রাত ১০টা পর্যন্ত থানায় মামলা হয়নি এবং ঘটনার সাথে জড়িত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্থানীয় কিছু ব্যক্তি মোজাহের আলীর পুত্রকে মারধর করায় ঘটনায় মামলা করলে সে ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ৯ মে মোজাহেরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সে ঘটনায় মোজাহের বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করে। মামলায় ৩ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার শুনানিতে আসামিদের জামিন নামঞ্জুর করে। মোজাহের বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি এলাকার কাছাকাছি এলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিভাবে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম কর পুকুরের ফেলে যায়। সেখানে তার মৃত্যু হয়। নিহত মোজাহের গন্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় মৃত শেয়ার আলীর পুত্র। সূত্রে জানা যায়, লাশ শহর থেকে পোস্ট মর্টেম করে এনে জানাজা ও দাফন কাজ নিয়ে ব্যস্ত থাকায় মামলা করার সময় হয়নি। তবে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। এদিকে প্রতিপক্ষের হামলায় খুনের শিকার হওয়া মোজাহের আলীর খুনিদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত মোজাহের আলীর লাশ পোস্ট মার্ডামের পর জানাজা শেষে শুক্রবার রাতে দাফন করা হয়েছে। তবে মামলা করার জন্য তারা থানায় আসবে বলে জানালেও এখনও আসেনি। লাশ দাফনে ব্যস্ত থাকার কারণে তারা এখনো থানায় আসতে পারেনি বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধভারতের কাশ্মীরে বন্যায় ৬০ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধঅ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, প্রাণ গেল নবজাতকের