বাঁশখালীতে মেয়রসহ প্রার্থী ৫৩

পৌরসভা নির্বাচন

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৩ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার আগামী ১৬ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাই চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয় আজ সোমবার (২০ ডিসেম্বর)।

এতে ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুর রহমান, ২নং ওয়ার্ডে আবদুল লতিফ, ৩নং ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. নঈমুল হক মানিক, আবদুর রহমান, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হারুন, ৯নং ওয়ার্ডে মো. মুহিবুল্লাহ নামে ৭জন প্রার্থী তথ্য গোপন করার দায়ে বাদ পড়েছেন বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়সাল আলম।

তবে তাদের মধ্যে ২/৩ জন প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানা যায়।

নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনসুারে আপিল নিষ্পত্তি ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে ও বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়সাল আলমের কাছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন মনোনয়নপত্র দাখিল করেন।

চট্টগ্রামে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী এবং ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মাহফুজুর রহমান।

সাধারণ ওয়ার্ডে মনোনয়ন বাতিলের পর বর্তমান প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে আনছুর আলী, মোহাম্মদ হোছাইন ও মো. মাহফুজুর রহমান।

২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিলন বড়ুয়া, হারুনুর রশিদ, কাঞ্চন কুমার বড়ুয়া।

৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামশেদ আলম, মো. জামাল উদ্দিন, মো. মানিকুল আলম, আবদুল অদুদ(লেদু), মো. ফিরোজ শাহী, মো. জসীম উদ্দিন, মো. মোসলেম উদ্দিন, মো. বেলাল উদ্দিন।

৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজগর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, মো. আকতার হোছাইন, আরিফ মঈনুদ্দিন, মো. মোক্তার উদ্দিন।

৫নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো. ইসহাক, মো. আমিরুজ্জামান, মো. সোহেল, মোহাম্মদ হোছাইন উদ্দিন, মো. নাছির উদ্দিন, মো. নুরুল আলম।

৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, আক্তার হোসেন, নির্মল কান্তি রুদ্র।

৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হারুন, মো. আবদুল গফুর, মো. জাকের হোসেন, মো. নুরুল আলম, আরাফাত উদ্দিন।

৮নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ব্যোমপতি দাশ, প্রণব কুমার দাশ, উত্তম কুমার কারণ, মো. নুরুন্নবী।

৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোছাইন, মো. ওমর ফারুক, মো. বদিউল আলম, মো. কামরুল ইসলাম, মো. জয়নাল আবেদীন।

সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে রুজিয়া আকতার, হামিদা বেগম, সেতারা বেগম, সারাবান তাহুরা কলি।

৪,৫,৬ নং ওয়ার্ডে রোজিয়া সুলতানা, বেবী তালুকদার।

৭,৮,৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নারগিস আক্তার, ছাদেকা নুর খানম বিউটি, রুপালি দাশ, করিমা আক্তার।

সহকারী রিটানিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, “বাঁশখালী পৌরসভার নির্বাচন ইভিএম-এর মাধ্যমে হবে। আপিল নিষ্পত্তি ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

বাঁশখালী পৌর নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র এবং ৮৪টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশহীদজায়া মুশতারী শফী আর নেই
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে এডমিশন ফেয়ার বুধবার থেকে