বাঁশখালীর প্রধান সড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু বকর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বাঁশখালীর প্রধান সড়কের কালীপুর রামদাশ মুন্সিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত আবু বকর সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আলীনগর এলাকার আবু ছিদ্দিকের ছেলে এবং দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী প্রধান সড়কের কালীপুরে কক্সবাজারের মহেশখালীগামী ডাম্পার ট্রাকের ধাক্কায় সাতকানিয়াগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আবু বকর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তবে চমেকে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
বাঁশখালীর কালীপুর রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এমআই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত আবু বকরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ডাম্পার ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছে।