বাঁশখালীতে মুজিবুল হক চৌধুরীর সহযোগী গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০০ অপরাহ্ণ

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে পেটানোর হুমকি দিয়ে দেশব্যাপী আলোচিত বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর সহযোগী মারুফুল হাসান প্রকাশ মারুফ আদিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানার উপ-পরিদর্শক মোরাদ হোসেন ও রুবেল চন্দ্র সিংহের নেতৃত্বে একদল পুলিশ এক অভিযানে চাম্বল থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মারুফুল হাসান প্রকাশ মারুফ আদিল উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়ার আবদুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত চাম্বল জেনারেল হাসপাতালে ভাঙচুর চালায় ও মালামাল লুট করে। এই ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় মারুফুল হাসান প্রকাশ মারুফ আদিল।

সে বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মুজিবুল হক চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত। জঙ্গল চাম্বল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, নাশকতা মামলার আসামি মারুফ আদিলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরসহ সারা দেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’ 
পরবর্তী নিবন্ধ৯ বছর পর নিজের জাতীয় পরিচয় পত্র নিলেন সালাউদ্দিন আহমেদ