বাঁশখালীতে মিনি ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ১১:১০ অপরাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কে দ্রুত গতিতে আসা মিনি ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিঁঝি ফকির মাজারের সামান্য উত্তর পাশে প্রধান সড়কের উপর এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুস সত্তারের পুত্র মোঃ আবুল কাশেম (৬৫) বলে নিশ্চিত করেছে নিহতের ভাগিনা মো. সোহান উদ্দিন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনজি ফকির মাজার সামান্য উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেম নামে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়, এতে একপর্যায়ে অন্তত ১০ হাত দুরে গিয়ে পড়েন আবুল কাশেম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, গাড়ি এক্সিডেন্টের খবর শুনতে পেয়েছিলাম, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু সেখানে এবিষয়ে কেউ সঠিক কোন তথ্য দিতে পারেনাই, আর এবিষয়ে লিখিত কোন অভিযোগও আসেনাই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার