ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বাঁশখালী পৌর সদরের বড় মাদ্রাসা প্রাঙ্গনে ৯৫০ মানুষকে ট্রাস্টের খাদ্য কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলমগীর কবির, পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, সাংবাদিক রাহুল দাশ নয়ন, জাকির হোসেন, বেলাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।