সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ১১ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ঘরের বাইরে গেলেই সবাইকে মাস্ক পরতে করতে হবে। মাস্কবিহীন যারা চলাচল করবে তাদের অবশ্যই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে প্রদান করা হবে বলে তিনি জানান।