বাঁশখালীতে মাংস প্রক্রিয়াজাত বিষয়ক কর্মশালা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নিরাপদও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাত কারীদের দক্ষতা উনয়ন বিষয়ক কর্মশালা উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সুপন কুমার নন্দীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর,চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড..কে.এম সাইফুদ্দীন। উপজেলা প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা.শাহজাদা মোহাম্মদ জুলকারনাইনের সঞ্চালনায় এ সময় ২৫ জন প্রশিক্ষনার্থী নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাত ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর শীতবস্ত্র বিতরণ