বাঁশখালীতে মধ্যরাতে শিক্ষকের মোটরসাইকেল চুরি

আজাদী অনলাইন | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২২ অপরাহ্ণ

বাঁশখালীতে এক মাদরাসা শিক্ষকের হিরো হাঙ্ক মোটরসাইকেল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ৭নং ওয়ার্ড কুলীন পাড়াস্থ নিজ বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে।

চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আমার বাড়ির উঠানে আমার ব্যক্তিগত মোটরসাইকেলটি রেখে ঘুমাতে যায়।

সকালে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি নেই। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দীঘিতে ডুবে পিকআপ গাড়ির সহকারী নিহত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল সী-গাল থেকে আইনজীবীর মৃতদেহ উদ্ধার