বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ মার্চ ) আনুমানিক সকাল ৬টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া হাবিবিবের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- কালুর, এন্তু মিয়া, নেছার আহমদের (শুটকির দোকান), সৈকত আলীর (মিষ্টির দোকান) ও মোঃ জাকারিয়ার (লাকড়ি ও মুরগির দোকান)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬ টার দিকে উক্ত দোকানগুলোতে আগুন ধরলে স্থানীয়রা জানতে পেরে আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে এসে চেষ্টা করলেও মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। স্থানীয়দের ধারণা মোহাম্মদ জাকারিয়া লাকড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, চেচুরিয়া বাজারের অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুইটি টিম দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।