বাঁশখালীতে ব্যাংক থেকে ফেরার পথে ৪৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৮:৩৭ অপরাহ্ণ

বাঁশখালীর চাম্বল বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শেখেরখীল রাস্তার মাথা ব্রিক ফ্রিল্ড সংলগ্ন এলাকায় ৪৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ছিনতাইকালে দুই ব্যবসায়ী মো. আব্দুল খালেক (৫৮) ও মো. ছগীর সিকদার (৪৫) আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ও আহত আব্দুল খালেকের পুত্র মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছেন।
রবিবার (২৫ এপ্রিল) বিকালে ছিনতাইয়ের ঘটনার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাঁশখালী থানায় দায়েরকৃত এজাহার ও টাকা ছিনতাইয়ের শিকার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকালে চাম্বল বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পথে শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকার বরফ কল মালিক সমিতির সভাপতি ও বোট মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক ও মো. ছগীর সিকদারের পথরোধ করে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ৪৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এ সময় তাদের হাতুড়ি দিয়ে মেরে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন আহতদের বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক চাম্বল বাজার শাখার ম্যানেজার মো. ইসমাঈল হোসেন বলেন, “গতকাল আমি দায়িত্বে ছিলাম না। তারপরও আমাদের ব্যাংক থেকে এসব ব্যবসায়ীরা ৩টি চেক মূলে গ্রাহকের ৫২ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেছেন তার তথ্য প্রমাণ রয়েছে।”
এ ব্যাপারে মামলার বাদী মো. শহিদুল ইসলাম বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে হাতুড়ি দিয়ে আমার পিতাসহ ২ জনকে আঘাত করে ৪৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছে।”
ঘটনার ব্যাপারে অভিযুক্ত ছাবের আহমদ ও আনোয়ার হোসেন বলেন, “শেখেরখীল ফাঁড়ির মুখে আমরা ২০ জনের শেয়ারে বাংলাদেশ আইস ফ্যাক্টরি করাকালে তার সাথে বিরোধ হয়। এ ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে ছিনতাইয়ের ঘটনা সাজানো হচ্ছে।”
বাঁশখালী থানায় ছিনতাইয়ের ব্যাপারে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন, “অভিযোগ পেয়ে আজ সোমবার (২৬ এপ্রিল) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।” তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার