গাড়ি চলাচলে বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাঁশখালীতে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ যানবাহনকে জরিমানা করা হয়েছে।
বাঁশখালী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান।
সকাল থেকে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন আইনের ধারায় ৬১টি যানবাহনকে ৩৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন আইন অমান্য করায় এ অভিআন পরিচালনা করে ৬১টি যানবাহনকে ৩৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা এসব যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন ছিল না।” এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাঁশখালী প্রধান সড়কে সাম্প্রতিক সময়ে দুঘর্টনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এ সড়কে চলাচলকারী অধিকাংশ গাড়ি বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুঘর্টনা বেড়ে গেছে।