বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শন

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া পয়েন্টে ধ্বসে পড়া বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ দাবি ও স্বপ্ন ছিল স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। সমপ্রতি ৩ কোটির অধিক অর্থ ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও উপকূলের মানুষের দীর্ঘ স্বপ্নের যথাযথ প্রতিফলন হয়নি। নির্মাণের কয়েকবছর যেতে না যেতেই সমুদ্র গর্ভে বিলীন হতে শুরু করেছে স্বপ্নের বেড়িবাঁধ। এরইমধ্যে প্রেমাশিয়া পয়েন্টে বেড়িবাঁধটির কয়েকশ মিটার অংশ ব্লকসহ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে খানখানাবাদসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার পরিবারের মানুষ। গত ১৯ অক্টোবর বেড়িবাঁধ ভাঙন এলাকাটি পরিদর্শনকালে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় ধ্বসে পড়া বেড়িবাঁধটি দ্রুত সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন আব্দুস সবুর, শহিদুল ইসলাম সিকদার, জাহেদুল হক জাহেদ, গিয়াস কামাল চৌধুরী,মো. আবুল হাসেম, মো.রেজাউল করিম, হেফাজ উদ্দীন, এস এম তৈয়ব, মো. পারভেজ মুজিব, হামিদ হাসান, জিলহাজ আল হাসান, নুরুল হক, রুহুল আমীন, জসিম উদ্দিন, মিনার, সরওয়ার, বেলাল মাহামুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধস্টুডেন্ট সেমিনারে দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষার গুরুত্বের আহ্বান