বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধার পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় গুরুতর আহত বাম পা বিচ্ছিন্ন হওয়া নুরুল আকতার(৫৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বলে জানান তার ছেলে মো. ফারুক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে নুরুল আকতার আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জোহরের নামাজ পড়ে তার মায়ের কবর জেয়ারত করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে জাকের গংরা তার ওপর হামলা চালায়। এ সময় তার শরীরে বিভিন্ন আঘাত সহ বাম পা ভেঙে গেলে স্থানীয় জনগণ প্রথমে স্থানীয় হাসপাতালে পরে জরুরিভাবে চমেক হাসপাতালে প্রেরণ করে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার বাম পা ভেঙে যায় বলে জানান আহতের ছেলে মো. ফারুক।
তিনি বাড়িতে তার বাবা ছাড়া আর কেউ থাকেন না বলে জানান। এ ঘটনায় চরম উত্তেজনা ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”