বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ

বর-কনেসহ আহত ১০

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ীতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় বরকনেসহ অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে । উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় গতকাল বুধবার বিকালে কে,বি কনভেনশন সেন্টারের পাশের সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৬ আগস্ট বুধবার বিকেলে চেচুরিয়ার কেবি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সাথে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। বরের পক্ষে বলা হয়েছে, দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে বরের আপন মেজ বোন খালেদা বেগমের জামাই রশিদ আহমেদের নেতৃত্বে লোকজন এসে বিয়ের শেষ পর্যায়ে বরযাত্রীদের উপর হামলা করে। এ সময় বরের শেরোয়ানী নিয়ে যায় বলে অভিযোগ করেন বরপক্ষ। হামলার ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছে বলে জানা যায় ।

অপর এক সূত্রে বলা হয়, বোন খালেদা বেগম নিজের স্বর্ণালংকার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বিদেশ পাঠান। বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত সকলে জড়িয়ে পড়ে । বুধবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার

ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই বোনের টাকা পয়সা দেনা পাওনা নিয়ে একটা ঘটনা হয়েছে শুনেছি। তবে সেটা ক্লাবে না রাস্তায় । এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআমরা বাংলাদেশকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করার শপথ নিয়েছি