বাঁশখালীতে বিষমি‌শ্রিত পা‌নি খেয়ে ৮ মাদ্রাসা শিক্ষার্থী হাসপাতালে

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ১২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বৈলছ‌ড়ি ইউ‌নিয়নের পুর্ব চেচু‌রিয়া খদুল্যাপাড়া অদু‌দিয়া ফোরকা‌নিয়া হাফে‌জিয়া মাদ্রাসার ৮‌ শিক্ষার্থী বিষ‌মি‌শ্রিত পা‌নি খেয়ে অসুস্থ হওয়ায় তাদেরকে বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অ‌ভিভাবক, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও থানা পু‌লিশের উপ‌স্থি‌তিতে তাদের চি‌কিৎসা সেবা চলছে। পূর্ব চেচু‌রিয়া খদুল্যাপাড়া অদু‌দিয়া ফোরকা‌নিয়া হাফে‌জিয়া মাদ্রাসার প‌রিচালক সাআদ আরাফাত জানান, শুক্রবার সন্ধায় মাদ্রাসার ছাত্ররা ভুলবশত বি‌ষের বোতল মাদ্রাসার পা‌নির ড্রামে ঢেলে দেয়। সে পা‌নি খেয়ে ছাত্ররা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষ‌মি‌শ্রিত পা‌নি খাওয়া মোঃ মুনতা‌কিম (৮), মো. হোছন (১২), তাহরীব হোসেন (১০), শাহেদুল ইসলাম (১১), মেহেরাজ (১২), সাইদুল ইসলাম (১২), আবদুল্লাহ আল মামুন (১৩), আয়াত হো‌সেন (৯) কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে। এ ঘটনা ছ‌ড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অ‌ভিভাবকেরা হাসপাতালে এসে ভিড় জমায়।

রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতা‌লে উপ‌স্থিত হ‌য়ে বিষ‌মি‌শ্রিত পা‌নি খাওয়া ছাত্রদের বিস্তা‌রিত তথ্য সংগ্রহ করে। এ সময় অ‌ভিভাবকদের সাথে বৈলছ‌ড়ি ইউ‌নিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রা‌হিম বিন খ‌লিল, ইউ‌পি সদস্য আবদুল আলীমসহ ছাত্রদের আত্মীয়স্বজন উপস্থিত ছিল।

অসুস্থ ছাত্রদের অ‌ভিভাবক সরওয়ার ব‌লেন, ভুলবশত মাদ্রাসার পা‌শে পাওয়া বি‌ষের বোতল ড্রা‌মের পা‌নি‌তে ঢে‌লে দি‌লে এ ঘটনা ঘ‌টে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অধ্যক্ষের ওপর হামলা, নগদ টাকা লুটের অভিযোগ