বাঁশখালীতে বিষপানে বৃদ্ধার মৃত্যু

পৃথক ঘটনায় মারা গেলেন আরো দুজন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বিষপানে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় মারা গেছেন আরো দুজন। গতকাল বুধবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাম্বল এলাকায় বিদ্যুৎ কর্মী আবুল কাসেম (৩০), পুকুরে ডুবে পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় মো. তামজীদ (৫) এবং পারিবারিক কলহের জেরে বিষপানে পৌরসদরের ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকার সুরা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাঁশখালী থানা সূত্রে জানা যায়, বুধবার বিকালে পশ্চিম চাম্বল এলাকার নুরুল হকের পুত্র আবুল কাসেম (৩০) বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন। এতে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে পৌঁছার আগে তার মৃত্যু হয়েছে বলে জানান কাসেমের ভাই মালেক। বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. শফিকের ছেলে মো. তামজীদ (৫) গতকাল বুধবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পৌরসদরের ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে সুরা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, চাম্বলে বিদ্যুৎ স্পৃষ্ট ও পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা কেউ আমাদের অবহিত করেনি। তবে উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় এক বৃদ্ধা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

পূর্ববর্তী নিবন্ধসীমা অতিক্রম করলে পরিণতি হবে ভয়াবহ : কাদের
পরবর্তী নিবন্ধএকে একে পাঁচজনকে কোপালো যুবক, প্রাণ গেল দুজনের